Agun Lagche Bazare Lyrics by Rafid Dewan:
Agun Lagche Bazare Rap Song is Sung by Rafid Dewan. Agun Lagche Bazare Lyrics in Bengali Written by Rafid Dewan .Staring: Rafid Dewan, Sazzad Hossain Shawon, Fardin Sakib, Prince Sabbir, Md Sabbir, Md Mukul, and others. Music, Mix & Mastering by JL Nayeem. This song was released on Youtube G Series Music 4 Sept 2023.
Song Details:
Song: Agun Lagche Bazare
Singer: Rafid Dewan
Lyrics: Rafid Dewan
Music, Mix & Mastering by: JL Nayeem
Music Label: G Series Music
Cinematography: Mamun Islam
Agun Lagche Bazare Lyrics in Bnegali:
আগুন লাইগা গেছে বাজারে
আগুন লাইগা গেছে বাজারে ।
মধ্যবিত্তের কষ্ট আহারে
নিম্নবিত্ত না খাইয়া মরে।
কষ্টের কথা কমু যে কারে,
যাই দেহি এইবার আমি বাজারে।
মধ্যবিত্তের কষ্ট আহারে
নিম্নবিত্ত না খাইয়া মরে।
কষ্টের কথা কমু যে কারে,
যাই দেহি এইবার আমি বাজারে।
বাজারের নাভি ঘাইট্টা গেলেন
আলি ভাই তলার খবর কন নাই
মাইনষের কত্ত কিছু লাগে আর
হেই খবরতো লন নাই,
থাক আইয়া যহন পড়ছি আমি
বাজারের গলিতে
নিজেরটা নিজে দেহি নিজেই চড়ি শূলিতে।
দাম বাড়ছে বাড়বো আবার জনসংখ্যার চাপ,
কি হইছে কি হইছে চাচা কিল্লাই করেন রাগ।
না থাক কইলে হইবো পাপ ভাইস্তা শুনলে হইবো পাপ
আহারে না জানি কোন রোগে ভুগেন আল্লাহই করুক মাফ।
ভাই এইদিক একটু আহেন
আমার প্রেসক্রিপশন নেন
আগের বার যা যা ঔষুধ দিছেন
আমারে এইবারও তাই দেন।
ঠিক আছে ভাই দিতাছি মিছা কথা কমুনা,
দাম বাড়ছে আগের থিকা আগের দামে হইবোনা।
বাড়ছে প্রতি পাতায় ১০ টাকা , ৫ পাতায় ১০০
বিল হইছে ২০০০ নিজের চোখেই দেখছো।
কিহ
ঔষুধের দাম ২ দিনেই বাড়ছে এই হারে
দাম তো আর বাড়লো না চাপ বাড়লো ঘাড়ে।
দাম সব জিনিসের বাড়ে,
বেতন কি আর বাড়ে।
একলা নৌকা বাই আমি দুঃখ কমু কারে?
ভাই চালু দেন টাকা অনেক ব্যস্ত আমি ভাইয়া…
কষ্ট কইরা দিলাম মায়ের মুখের দিকে চাইয়া,
এহন অন্দা দেহি যাইয়া
টুকি টাকি যা লাগে কম কইরা যাই লইয়া।
ভাই ডিমের কত দাম,
হালি নাকি পিস নিবেন
হালি নিলে ৬০ আর ১৫ প্রতি পিছ দিবেন।
হাট্টিমা টিম টিম এইডি তোমরা পাড়ছো ডিম,
সাইজ তো দেহি একি আছে
কোন এলাকার ডিম
ডিমের দাম হুইন্না কেছা দিয়া শরীলে ধরলো ঝিম,
ছোটু বড় দেইখা বাইছা বাইছা
এক হালি দেও ডিম।
কিরে এলপিজি গ্যাস কত নিলো ভোলার ঘরের ভোলা,
দাম হুইন্না ঘাইম্মা যাইবেন বানান মাটির চুলা।
কাম তাইলে সারছে বুজছি এলপিজির দাম বাড়ছে
ফলের বাজার গুইরা দেহি কোন পর্যায়ে আছে।
ইটস দয়াল বাবার ফলের দোকান কি লাগবো ভাই কন
খারান বুইজ্জা হুইন্না লই কোনডার দাম কত ভাই কন।
এক কেজি মাল্টা ২৮০ টাকা
কেজি প্রতি আপেল ৩১০টাকা
ফালাফালি না কইরা ডাবের দামটা কন,
দেশি ফলের আবার শখ সবার বাঙ্গাল জাত নামে
১৫০ টাকা গুনতে হইবো প্রতি পিছ ডাবে।
দাম পুরাই আসমানে বাড়ি করবেন এক দিনে
কইসে মিয়া কোন জিনে
দাম বাড়ছে রড সিমেন্টের
হেই বুঝে যেই কিনে।
দাম ঠিকি রাখবা বুঝছি ভেজাল বুজাল নাইতো?
হ বুঝিস ভাই লইবেন না কেচাল লাগান তাইতো।
বেতন আমার হাজার ১২
দর-দামে কয় বাজার ছাড়ো
চোরের মন পুলিশ পুলিশ
ভেজাল কইলেই প্যাচাল পারো?
কত্ত কিছু রইছে আরো
কারেন্ট বিলও বাকি
ও কারেন্ট থিকা মনে হইলো লোডশেডিং এর ফাঁকি
থাইগ্গা টাকা বাঁচাই রাখি একটা চক্কর ঘুইরা ইলেকট্রিকের দোকান দেখি।
ভাই গরমে বাঁচি না চার্জার টেবিল ফ্যান কি আছে?
১০০ না ভাই ১০০ না ৫০০ পারসেন্ট আছে
কন কোন ব্র্যান্ড এর দিমু ।
এহ গরিবের আবার ব্র্যান্ড মারায়
কম দামিডাই নিমু
ভাই এইডা নেন চাইনা ফ্যান বাতাস ঠান্ডা আছে
তাইলে ১০০০ এ দেন লেখা ১৫০০ আছে।
৪০০ থিকা উপরে আর ৫০০ থিকা নিচে
যদি এই দামের ভিতর পারেন বেচেন আমার কাছে।
এইডা কোনো দাম কইলেন না পাইয়া শরম
এই ফ্যানের বাতাস খাইলে বাতাসও লাগবো গরম।
অহন ইলেকট্রিকের জিনিস হাত দিলেই লাগে ছ্যাঁকা
গরিব মানুষ কি আর করমু টানাটানির টেকা।
আল্লাহ শক্তি দিছে শরীলে হুদাই ফ্যান কিনবেন কিত্তে?
তালপাখাডা লন মিয়া হাত চালাইয়েন রাইত্তে।
হ দেও একটা দেও আর ৫০ টাকা নেও
রাজা-বাদশার আমলে তো এইডি চলতো কও।
ভাই কি এলাকার দিকে যাইবা
তাইলে আমারে নামায় দিতা।
সত্যি কথা কইলে অহন হুনতে লাগবো তিতা
১৩৫ লিটার তেলের ৯০ থিকা গুরাইয়া
থাক আর কইও না এইডা হুইনা পরান গেছে জুরাইয়া
আইজকা হাতির দেখলাম পাঁচ পা
বাবা কয়দিন আর বাঁচবা
সুযোগ পাইয়া বহায় দিলা
কামারের কোপ এক ঘা।
আগুন লাইগা গেছে বাজারে
আগুন লাইগা গেছে বাজারে।
মধ্যবিত্তের কষ্ট আহারে,
নিম্নবিত্ত না খাইয়া মরে,
কষ্টের কথা কমু যে কারে
যাই দেহি এইবার আমি বাজারে।
মধ্যবিত্তের কষ্ট আহারে,
নিম্নবিত্ত না খাইয়া মরে,
কষ্টের কথা কমু যে কারে
যাই দেহি এইবার আমি বাজারে।।
Agun Lagche Bazare Lyrics in English:
Agun laiga geche bazare
Agun laiga geche bazare.
Moddhovitter kosto ahare
nimnobitto na khaya more
koster kotha komu je kare
jai dehi eibar ami bajare.(X2)
Bajarer navi ghaitta gelen
ali vai tolar khobor kon nai
mainsher kotto kichu lage ar
hei khoborto lon nai,
thak aiya johon porchi ami
bazarer golite
nijerta nije dehi nijei chori shilite.
Dam barse barbo abar jonosonkar cap
Ki oise ki oise chacha kilay koren rag.
Na thak koyle oibo pap vaista sunle oibo pap
Aaha re na jani kun ruge vhugen allay korun maf.
Bhai eidik ekto aahen
Amar prection nen
Agar bar ja ja ousod sisen
Amare ebro tai den.
Tik acha bhi ditase micha kotha komu na,
Dan barse ager tika ager dame oibo na.
Barse proti patay 10 taka pach patay100
Bill oise 2000 nijer chuke dekcho.
Ousod ar dam barse ei hare
Dam to ar barlo na chap barlo ghare.
Dam sob jinish ar bare
Beton ki er bare
Ekla nouka bhai ami dukho komu kare?
Also Read:
1. Bazar Gorom Lyrics (বাজার গরম) | Aly Hasan | Bangla Rap Song
2. Oi Gacher Patay Roder Jhikimiki Lyrics (ওই গাছের পাতায় রোদের ঝিকিমিকি) | Lata Mangeshkar