Bhabo Jodi Lyrics (ভাব যদি) | Arijit Singh | Kabuliwala

Bhabo Jodi Lyrics by Arijit Singh:

Bhabo Jodi song is sung by Arijit Singh from the Bengali movie Kabuliwala. Bhabo Jodi Lyrics is written by Anirban Bhattacharya. Staring: Mithun Chakraborty, Anumegha Kahali, Abir Chatterjee, Sohini Sarkar And Others. Music Composed by Indraadip Dasgupta. This song was released on Yotube by SVF Music on 22 Dec 2023.

Song Details:

Song: Bhabo Jodi
Singer: Arijit Singh
Lyrics: Anirban Bhattacharya
Composer: Indraadip Dasgupta
Movie: Kabuliwala
Music Label: SVF Music

Bhabo Jodi Lyrics in Bengali:

ভাবো যদি ফিরে যাওয়া যায়
সময়ের সাপলুডো বোর্ডের গুটি হয়ে,
ভাবো যদি ঘুরে আসা যায়
পদচিহ্নের ধারাপাতের সাথী হয়ে।

ছিল কত মানুষের বিচিত্র সামিয়ানা
এ রঙ্গীন শহরে ছিল কত যে ঠিকানা,
পলি পড়ে যাওয়া, সেই ঠিকানার দরজায়।
স্মৃতি নিয়ে যদি তুমি দাঁড়াও একবার
ও.. খুলে যাবে দ্বার, কত পারাপার,
কত কত মানুষের স্বপ্ন মাখা শহর।
খুলে যাবে দ্বার, কত পারাপার,
কত কত মানুষের স্বপ্ন মাখা শহর।

হরেক মাল ৫ টাকা, শুনে ঘরে ছোটাছুটি
মাদারী বাঁদর নাচায়, ঘিরে তাকে হুটোপুটি।
গোলাপি রঙের বুড়ির চুলের ডাক
শিলে কাটা নকশা মসলায় মিশে যায়।
ও.. ধুনুরির বাজনায় তুলো গুলো নেচে ওঠে
কাবুলির পেস্তার রঙ চোখে ফুটে ওঠে।

পলি পড়ে যাওয়া, সেই ঠিকানার দরজায়,
স্মৃতি নিয়ে যদি তুমি দাঁড়াও একবার
ও.. খোলা আছে দ্বার, এসো বারবার
ক্লান্ত তবু জেগে আছে আজও এ শহর।
খোলা আছে দ্বার, এসো বারবার
ক্লান্ত তবু জেগে আছে আজও এ শহর।

তুমি ফিরে এসো বারবার
আছে জেগে এ শহর,
তুমি ফিরে এসো বারবার
আছে জেগে এ শহর,
ও.. খোলা আছে দ্বার, এসো বারবার
ক্লান্ত তবু জেগে আছে আজও এ শহর।
ক্লান্ত তবু জেগে আছে আজও এ শহর।

Bhabo Jodi Lyrics in English:

Bhaabo jodi phire jaowa jaay
Somoyer sapludo border guti hoye,
Bhabo jodi ghure asha jaay
Podochinher dharapaater sathi hoye.

Chilo koto manusher bichitro samiyana
E rangeen shohore chilo koto je thikana,
Poli pore jaowa sei thikanar dorjay.
Smriti niye jodi tumi darao ekbar
Khule jaabe dwar koto parapar,
Koto koto manusher shopno makha shohor.
Khule jaabe dwar koto parapar,
Koto koto manusher shopno makha shohor.

Also Read:

1. Khushi Ki Eid Lyrics (খুশি কি ঈদ) | Javed Ali | Ishan Mitra

2. Ke Tumi Tandraharani Lyrics (কে তুমি তন্দ্রাহরণী) | Manna Dey

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here