Jodi Boli Lyrics by:
Jodi Boli Valentine’s Day Special Bengali Romantic Song song is sung by Pratik Kundu And Sudeshna Das. Music Arranger by Dipesh Chakraborty. Jodi Boli Bengali Song Lyrics written by Pratik Kundu. Starring Pratik Kundu, Sudeshna Das. The Song Jodi Boli Song was Released by The Bong Studio on youtube on 14 Feb 2021.
Song Details:
Song: Jodi Boli
Singer: Pratik & Sudeshna
Lyrics: Pratik Kundu
Music Arranger: Dipesh Chakraborty
Starring: Pratik & Sudeshna
Jodi Boli Song Video:
Jodi Boli Lyrics in Bengali:-
যদি বলি আমার প্রতিটা রাত
তোমার কোলে চাই,
বলো ঠোঁটের ছোঁয়ায়
আদর মাখাবে গালে?
যদি বলি হ্যাঁ হাসছি আমি শুধুই
তুমি আমার তাই,
বলো ছেড়ে তো দেবেনা
কখনো মনের ভুলে?
গোধূলি আকাশ মুছে দিলো সাজ
অযথা দূরে তবু তুমি আজ,
অভিমানী ভুল ধরবে আঙ্গুল
মন করে বায়না।
তুমি কি আমায় করবে পাগল
শাড়ির আঁচল, চোখের কাজল,
প্রেমে তুমিও পড়ে যাবে হায়
দেখো যদি আয়না।
বাঁচি এই বিশ্বাসে, শেষ নিঃশ্বাসে
তোমাকেই পাশে চাই,
তুমি না থাকলে আমি শূন্য এ মহাদেশে।
যদি ঘুমিয়েও পড়ি
শেষ ঘুমে আমি তবুও তোমাকে চাই,
তুমি স্বপ্নেই এসো রূপকথার ওই দেশে।।
আমি বুকের মাঝে জাপটে জড়িয়ে
যত কথা আছে সবই তোমাকেই বলি।
আমি কান পেতে সেই মনের গভীরে
লুকোনো যন্ত্রনা শুনে ফেলি।
তুমি অভিমানে খুব হয়ে গেলে চুপ
ভুল মেনে নিয়ে কত কত sorry বলি,
ভাবি থাকবোই রেগে গম্ভীর মুখে
তোমার কোথায় ধুৎ, আমি হেসে ফেলি।
মারপিট আর ঝগড়াঝাটিরা
শান্তি চাইবে শেষে,
তাই অভিমান ভুলে আদর মাখতে
তোমার কাছে এসে।
যদি বলি আমার প্রতিটা রাত
তোমার কোলে চাই,
বলো ঠোঁটের ছোঁয়ায়
আদর মাখাবে গালে?
যদি বলি হ্যাঁ হাসছি আমি শুধুই
তুমি আমার তাই,
বলো ছেড়ে তো দেবেনা
কখনো মনের ভুলে?
বাঁচি এই বিশ্বাসে, শেষ নিঃশ্বাসে
তোমাকেই পাশে চাই,
তুমি না থাকলে আমি শূন্য এ মহাদেশে।
যদি ঘুমিয়েও পড়ি
শেষ ঘুমে আমি তবুও তোমাকে চাই,
তুমি স্বপ্নেই এসো রূপকথার ওই দেশে।।
Jodi Boli Lyrics in English:-
Jodi boli amar protita raat
TOmar kole chai,
Bolo thoter choway
Ador makhabe gaale?
Jodi boli ha ami haschi shudhui
Tumi amar tai,
Bolo chere toh debe na
Kokhono moner bhule?
Godoli akash muche dilo saj
Ojata dhure tobo tumi aj,
Ovimani bhul dhorbe angul
mon kore bayna.
Tumi ki amay korbe pagol
sarir anchol, chuker kajol,
Preme tumi o pore jabe hay
Deko jodi aynna.
Bachi ei biswash shesh nishwashe
TOmakei pashe chai,
Tumi na thakle ami shunno e mohadeshe.
Jodi gumiyeo pori
Sesh ghume ami tobuo tomake chai
Tumi shopnei esho rupkothar oi deshe.
Ami buker maje japte joriye
Joto kotha ache soboi tomakey boli,
Bhabi takboi rege gobir mukhe
Tomar kotay dut, ami heshe fale.
Marpit ar jograjatira
Santi chaibe Sesey,
Tay oviman bhule adhar makhte
Tomar kache Eshe.
Jodi boli amar protita raat
TOmar kole chai,
Bolo thoter choway
Ador makhabe gaale?
Jodi boli ha ami haschi shudhui
Tumi amar tai,
Bolo chere toh debe na
Kokhono moner bhule?
Bachi ei biswash shesh nishwashe
TOmakei pashe chai,
Tumi na thakle ami shunno e mohadeshe.
Jodi gumiyeo pori
Sesh ghume ami tobuo tomake chai
Tumi shopnei esho rupkothar oi deshe.
Also Read:
1. Tumi Robe Nirobe Lyrics – Rabindra Sangeet