Kicchu Chaini Ami Lyrics by Dipangshu Acharya:
Kicchu Chaini Ami Lyrics is written by Dipangshu Acharya and composed by Prasen. This song is sung by Anirban Bhattacharya. Kichchu Chaini Ami song was Premiered by SVF on youtube on on 26 Dec 2018.
Song Details:
Song: Kichchu Chaini Aami
Lyrics: Dipangshu Acharya
Music: Prasen
Singer: Anirban Bhattacharya
Movie: Shah Jahan Regency
Music Label: SVF Music
Kichchu Chaini Aami Song Video:
Kicchu Chaini Ami Lyrics in Bengali:-
কিচ্ছু চাইনি আমি
আজীবন ভালবাসা ছাড়া,
আমিও তাদেরই দলে
বারবার মরে যায় যারা,
না না কিচ্ছু চাইনি আমি,
আজীবন ভালবাসা ছাড়া,
আমিও তাদেরই দলে
বারবার মরে যায় যারা।
সময়ের ঘষা লেগে
শিলালিপি যায় ক্ষয়ে ক্ষয়ে,
আমি একা বসে থাকি
প্রেমিকের অপেক্ষা হয়ে।
সময়ের ঘষা লেগে
শিলালিপি যায় ক্ষয়ে ক্ষয়ে,
আমি একা বসে থাকি
প্রেমিকের অপেক্ষা হয়ে।
বাতাসে প্রবাদ আর
আকাশে আদিম ধ্রুবতারা,
বাতাসে প্রবাদ আর
আকাশে আদিম ধ্রুবতারা,
কিচ্ছু চাইনি আমি
আজীবন ভালবাসা ছাড়া।
বাসতে বাসতে ভালো
তোমারি দুহাতে গেছি মরে,
বাসতে বাসতে ভালো
তোমারি দুহাতে গেছি মরে,
আবার এসেছি ফিরে
নেভা নেভা ছায়াপথ ধরে,
খুঁজেছি তোমার মুখ
সমস্ত উপকথা খুলে,
রাজকুমারীর মায়া
পৃথিবী যায়নি আজো ভুলে।
না না কিচ্ছু চাইনি আমি
আজীবন ভালবাসা ছাড়া,
আমিও তাদেরই দলে
বারবার মরে যায় যারা,
কিচ্ছু চাইনি আমি
আজীবন ভালবাসা ছাড়া,
আমিও তাদেরই দলে
বারবার মরে যায় যারা।
নীল প্রাসাদের সিঁড়ি
ঢেকে রাখে ধূসর কুয়াশা,
বারবার মরে গিয়ে
আমাদের ফিরে ফিরে আসা।
নীল প্রাসাদের সিঁড়ি
ঢেকে রাখে ধূসর কুয়াশা,
বারবার মরে গিয়ে
আমাদের ফিরে ফিরে আসা।
দেখেছি তোমার বাড়ি
নগরের প্রতি বাঁকে বাঁকে,
দেখেছি তোমার বাড়ি
নগরের প্রতি বাঁকে বাঁকে,
চেনা কিশোরীর মত
আমাকে নানান নামে ডাকে।
আমাদের পথ চেয়ে
মানুষেরা দিন গোনে তাই,
আমাদের পথ চেয়ে
মানুষেরা দিন গোনে তাই,
তোমাকে ভাবে যেন
আজীবন ভালবেসে যাই।
না, না, কিচ্ছু চাইনি আমি
আজীবন ভালবাসা ছাড়া,
আমিও তাদেরই দলে
বারবার মরে যায় যারা।
Kicchu Chaini Ami Lyrics in English:-
Kichchu chaini aami
Ajibon bhalobasha chara,
Amio taderi dole,
Bar bar more jay jara.
Na na kichchu chaini ami
Ajibon bhalobasha chara,
Amio taderi dole,
Bar bar more jay jara.
Somoyer ghosa lege
Shilalipi jay khoye khoye,
Aami eka bose thaki
Premiker opekkha hoye.
Somoyer ghosa lege
Shilalipi jay khoye khoye,
Aami eka bose thaki
Premiker opekkha hoye.
Batase probad aar
Akashe aadim dhrubotara.
Batase probad aar
Akashe aadim dhrubotara.
Kichchu chaini aami
Ajibon bhalobasa chara.
Baste baste bhalo
Tomari duhaate gechi more,
Baste baste bhalo
Tomari duhaate gechi more,
Abar esechi phire,
Neva neva chayapath dhore,
Khujechi tomar mukh
Somosto upokotha khule,
Rajkumarir maya
Prithibi jayni aajo bhule.
Na na kichchu chaini ami
Ajibon bhalobasha chara,
Amio taderi dole,
Bar bar more jay jara.
Kichchu chaini ami
Ajibon bhalobasha chara,
Amio taderi dole,
Bar bar more jay jara.
Neel prasader shiri
Dheke rakhe dhusor kuasha,
Barbar more giye
Amader phire phire aasha.
Neel prasader shiri
Dheke rakhe dhusor kuasha,
Barbar more giye
Amader phire phire aasha.
Dekhechi tomar baari
Nogorer proti bakey bakey,
Dekhechi tomar baari
Nogorer proti bakey bakey,
Chena kishorir moto
Amake nanan naame daake.
Na na kichchu chaini aami
Ajibon bhalobasha chara,
Amio taderi dole,
Bar bar more jay jara.
Kichchu chaini aami
Ajibon bhalobasha chara,
Amio taderi dole,
Bar bar more jay jara.
Also Read: