Shadhin Bangla Lyrics (স্বাধীন বাংলা) | SAHAN | Rap Song

Shadhin Bangla Lyrics by SAHAN:

Shadhin Bangla song is sung by Anik Sahan. Shadhin Bangla Song Lyrics in Bengali Written by SAHAN. This song is On Mic Performed By SIAM. This song is dedicate to specific instances of violence and brutality, including the killing of innocents and the harsh treatment in prisons in Bangladesh. This song was released on Yotube by Anik Sahan on 5 Aug 2024.

Song Details:

Song: Shadhin Bangla
Singer: Anik Sahan
Lyrics: Anik Sahan
On Mic Performed: SIAM
Music Label: Anik Sahan

Shadhin Bangla Lyrics in Bengali:

এই স্বাধীন বাংলায় সৈরাচারির পতন হয়া গেসে
এই স্বাধীন বাংলায় নতুন একটা সূর্য উইঠা গেসে।
আমরা আজকের তনে সব কথা কমু নির্ভয়ে চিল্লায়া,
সৈরাচারের গদি ভাংসি ইটা পাথর ঢিল্লায়া। (X2)

তর তো দেহি আকারই নাই তুই আবার কোন রাজাকার,
দেশটা বেইচ্চা পলায়া গেলি দিয়া গেলি হাহাকার।
মরসে যেডি পিলখানাতে হাতে তালি দিতাসে
এদিক জেলখানাতে আসে যেডি রামপুরি ধার দিতাসে।
ইতিহাসে দেহায় দিসে ছাত্রসমাজ কি পারে,
বুঝায় দিসে জনতারে স্বাধিনতা কয় কারে।
সৈরাচারের চামিচাডিরে ধইরা ধইরা বান দে,
চিপার ভিত্রে ফালায়া সব বিচি উঠা কান্দে।
পারলি না তো আর খাইতে ভাইজ্ঞা গেলি একরাইতে
বাংগালিরে মাইরা মুইরা শেল্টার লইলি ভারতে।
দূরের তনে দেখবি বয়া গণআওয়াজ কারে কয়,
আমার ভায়ের খুনের বিচার কেমনে কইরা লইতে হয়।
একাত্তুরে স্বাধীন হয় নাই স্বাধীন হইলো চব্বিশে
গিরাগাট্টি খোলায় দিমু ফিরা আইলে এই দেশে।
দেশটা এহন গণতান্ত্রিক জনগণের আন্ডারে,
আওয়াজ উডায় জেলে গেসে আমার ভাই হান্নানে।

এই স্বাধীন বাংলায় সৈরাচারির পতন হয়া গেসে
এই স্বাধীন বাংলায় নতুন একটা সূর্য উইঠা গেসে
আমরা আজকের তনে সব কথা কমু নির্ভয়ে চিল্লায়া
সৈরাচারের গদি ভাংসি ইটা পাথর ঢিল্লায়া। (X2)

আমগো ট্যাকায় চলে দ্যাশ চুইষ্যা খায়া কি আর দেস
বিজয় নিশান উডায় এহন দালালডিরে করুম শ্যাষ
চোকিদারে কান্দে লিডার এহন ফান্দে,
ন্যাতা নাকি ভাইজ্ঞা গেসে পেলেন দিয়া চান্দে।
সৈরাচারি মামলা দিয়া পাঢায় দে সব কাশেমপুর
থাবা দিয়া সবই ধরুম পলায় যাবি কতো দূর
আমগো মুগ্ধ শহীদ হইবো এই কথা কেউ জানতো রে
মরে নাই তো আবু সাঈদ বাইচ্চা থাকবো অন্তরে।
গণতন্ত্রে কিয়ের শাসন জনগণই সরকার,
যতো কালা হাত ছে ভাইংগা দেওয়ন দরকার।
দশটা হোন্ডা বিশটা গুন্ডা দেশ বলে তর ঠান্ডারে,
কই গেলো তর দলের পাওয়ার পলায় গেলি আন্ধারে।
সৈরাচারের চামিচাডিরে ধইরা ধইরা বান দে,
চিপার ভিত্রে ফালায়া সব বিচি উঠা কান্দে।
স্বাধীন হইসে বাংলা এহন সৈরাচারি দিন শেষ
চায়া চায়া দেখবি এইবার হাসবো আবার বাংলাদেশ।

এই স্বাধীন বাংলায় সৈরাচারির পতন হয়া গেসে
এই স্বাধীন বাংলায় নতুন একটা সূর্য উইঠা গেসে।
আমরা আজকের তনে সব কথা কমু নির্ভয়ে চিল্লায়া,
সৈরাচারের গদি ভাংসি ইটা পাথর ঢিল্লায়া। (X2)

Also Read:

1. Karar Oi Louho Kopat Lyrics (কারার ঐ লৌহকপাট) | Nazrul Geeti

2. Muktiro Mondiro Shopano Tole Lyrics (মুক্তির মন্দির সোপানতলে) Freedom Song

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here